ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৬১৬
নামাযের অধ্যায়
কুরআন পাঠে পারং্গমের মর্যাদা এবং কুরআন পাঠ ও শ্রবণের মর্যাদা
(৬১৬) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি কুরআন পাঠে সুদক্ষ সে পুণ্যময় সম্মানিত লেখকগণের (ফিরিশতাগণের) সঙ্গী। আর যে ব্যক্তির জন্য কুরআন পাঠ কষ্টকর হওয়া সত্ত্বেও কষ্ট করে ও অসুবিধাসহ সে তা তিলাওয়াত করে তার জন্য দুইটি পুরস্কার ।
كتاب الصلاة
عن عائشة رضي الله عنها مرفوعا: الماهر بالقرآن مع السفرة الكرام البررة والذي يقرأ القرآن ويتتعتع فيه وهو عليه شاق له أجران