ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৬২২
নামাযের অধ্যায়
সুন্দর স্বরে কুরআন পাঠ ও কুরআন পাঠের নিষিদ্ধ পদ্ধতি
(৬২২) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, সবচেয়ে সুন্দর কুরআন পাঠকারী ওই ব্যক্তি যে বেদনা আপ্লুত হয়ে কুরআন পাঠ করে।
كتاب الصلاة
عن ابن عباس رضي الله عنه مرفوعا: أحسن الناس قراءة من إذا قرأ القرآن يتحزن
tahqiqতাহকীক:তাহকীক চলমান