আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৬৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
হাদীস নং: ৫৩৯৬
আন্তর্জাতিক নং: ৫৮১২
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
৩০৭৭. ডোরাওয়ালা চাদর, কারুকার্যময় ইয়ামানী চাদর ও চাদরের আঁচলের বিবরণ।
৫৩৯৬। আমর ইবনে আসিম (রাহঃ) ......... কাতাদা (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আনাস (রাযিঃ) কে জিজ্ঞাসা করলামঃ কোন জাতীয় কাপড় রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট বেশী প্রিয় ছিল? তিনি বললেনঃ হিবারা- সবুজ ইয়ামানী চাদর।
كتاب اللباس
باب الْبُرُودِ وَالْحِبَرَةِ وَالشَّمْلَةِ
5812 - حَدَّثَنَا عَمْرُو بْنُ عَاصِمٍ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، قَالَ: قُلْتُ لَهُ: أَيُّ الثِّيَابِ كَانَ أَحَبَّ إِلَى [ص:147] النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَلْبَسَهَا؟ قَالَ: «الحِبَرَةُ»