ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৬৪৮
নামাযের অধ্যায়
জামাআতের পুনরাবৃত্তি
(৬৪৮) আবু বাকরাহ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) (মসজিদে নববিতে) সালাত আদায়ের উদ্দেশ্যে মদীনার একপ্রান্ত থেকে আগমন করেন । তিনি এসে দেখেন যে, মানুষেরা ইতিমধ্যেই সালাত শেষ করেছে । তখন তিনি নিজের বাড়ির দিকে চলে যান। তিনি পরিবারের সদস্যদের একত্র করে জামাআতে সালাত আদায় করেন।
كتاب الصلاة
عن أبي بكرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم أقبل من نواحي المدينة يريد الصلاة فوجد الناس قد صلوا فمال إلى منزله فجمع أهله فصلى بهم
tahqiqতাহকীক:তাহকীক চলমান