ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৬৫১
নামাযের অধ্যায়
কাতারের পিছে একা সালাত আদায় করা
(৬৫১) ওয়াবিসা ইবন মা'বাদ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) দেখেন যে একব্যক্তি কাতারের পেছনে একাকী দাঁড়িয়ে সালাত আদায় করেছে। তখন তিনি তাকে পুনরায় সালাত আদায়ের নির্দেশ প্রদান করেন।
كتاب الصلاة
عن وابصة بن معبد رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم رأى رجلا صلى وحده خلف الصف فأمره أن يعيد صلاته
হাদীসের ব্যাখ্যা:
গ্রন্থকার রাহ. বলেন, সম্ভবত এখানে সালাত পূর্ণ হবে না বোঝানো হয়েছে। অর্থাৎ সালাত একেবারেই হবে না তা নয়, তবে সালাত মাকরূহ হবে। যেহেতু সালাত মাকরূহ হয়েছিল এজন্য মাকরূহ থেকে বাঁচানোর জন্য তাকে পুনরায় সালাত আদায়ের নির্দেশ দেওয়া হয়েছিল। নিচের হাদীস থেকে এই কথা বোঝা যায় ।