ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৬৫৫
নামাযের অধ্যায়
একাকী সালাত আদায়ের পরে জামাআত পাওয়া
(৬৫৫) ইবন উমার রা. বলেন, যদি কেউ মাগরিব অথবা ফজরের সালাত আদায় করে, অতঃপর সে ইমামের সাথে তা আদায়ে সুযোগ পায় তাহলে সে যেন পুনরায় তা আদায় না করে।
كتاب الصلاة
عن عبد الله بن عمر رضي الله عنهما كان يقول: من صلى المغرب أو الصبح ثم أدركهما مع الإمام فلا يعد لهما