ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৬৬০
নামাযের অধ্যায়
ইমামতির অগ্রাধিকার
(৬৬০) মারসাদ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের যদি ভালো লাগে যে, তোমাদের সালাত কবুল হোক তাহলে যেন তোমাদের আলিমগণ তোমাদের ইমাম হন। কারণ তোমাদের প্রভুর মাঝে তারাই প্রতিনিধি।
كتاب الصلاة
عن مرثد بن أبي مرثد الغنوي مرفوعا: إن سركم أن تقبل صلاتكم فليؤمكم علماؤكم فإنّهم وفدكم فيما بينكم وبين ربكم