ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৬৬৪
নামাযের অধ্যায়
ইমামতির অগ্রাধিকার
(৬৬৪) ইবন উমার রা. একদিন এক মসজিদে সালাত আদায় করতে যান। মসজিদের ইমাম ছিলেন তার এক খাদেম। ইমাম ইবন উমারকে ইমামতির অনুরোধ করলে তিনি তাকে বলেন, তোমার মসজিদে সালাত আদায়ের হক তোমার বেশী। তখন সেই খাদেমই সালাত আদায় করান ।
كتاب الصلاة
عن ابن عمر رضي الله عنهما أنه قال لمولاه وهو إمام المسجد: أنت أحق أن تصلي في مسجدك منى فصلى المولى
tahqiqতাহকীক:তাহকীক চলমান