ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৬৬৭
নামাযের অধ্যায়
পাপী, বিদআতি, মহিলা, বেদুঈন, জারয ও অন্ধের পেছনে সালাত
(৬৬৭) আলী রা. বলেন, মহিলা ইমামতি করবে না।
كتاب الصلاة
عن علي رضي الله عنه قال : لا تؤم المرأة
tahqiqতাহকীক:তাহকীক চলমান