ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৬৮৫
নামাযের অধ্যায়
ইমামের সালাত নষ্ট হলে মুকতাদিদের সালাতও নষ্ট হবে
(৬৮৫) তাবিয়ি ইবরাহীম নাখয়ি বলেন, যদি ইমামের সালাত নষ্ট হয়ে যায় তাহলে তার পেছনে যারা থাকবেন তাদেরও সালাত নষ্ট হবে।
كتاب الصلاة
عن إبراهيم قال: إذا فسدت صلاة الإمام فسدت صلاة من خلفه