ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৬৯১
নামাযের অধ্যায়
মসজিদের দিকে ধীরে ও প্রশান্তির সাথে যেতে হবে। সালাতের যে অংশ মাসবুক ইমামের সাথে পান নি সেটুকু তিনি কাযা করবেন
(৬৯১) ইবন মাসউদ রা. বলেন, যে ব্যক্তি ইমামের সাথে কিছু সালাত আদায় করতে পারবে না সেই ব্যক্তি ইমামের সাথে যতটুকু সালাত আদায় করবে তাকে তার সালাতের শেষ অংশ বলে গণ্য করবে।
كتاب الصلاة
عن ابن مسعود رضي الله عنه في الرجل يفوته بعض الصلاة مع الإمام قال: يجعل ما يدرك مع الإمام آخر صلاته
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)