ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৬৯৪
নামাযের অধ্যায়
সালাতের মধ্যে ওযু বিনষ্ট হলে
(৬৯৪) আলী ইবন তাল্ক রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের কেউ যদি সালাতের মধ্যে বায়ুত্যাগ করে তাহলে যেন সে সালাত ছেড়ে গিয়ে ওযু করে এবং পুনরায় সালাত আদায় করে।
كتاب الصلاة
عن علي بن طلق رضي الله عنه مرفوعا: إذا فسا أحدكم في الصلاة فلينصرف فليتوضأ وليعد الصلاة