ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৬৯৮
নামাযের অধ্যায়
কথাবার্তা ও তদর্থক ‘বেশী কর্ম’ সালাত নষ্ট করে
(৬৯৮) যাইদ ইবন আরকাম রা. বলেন, আমরা সালাতের মধ্যে কথা বলতাম । মুসল্লী সালাতের মধ্যে তার পার্শ্ববর্তী সাথির সাথে কথা বলত । অতঃপর কুরআনের বাণী ‘তোমরা আল্লাহর উদ্দেশ্যে বিনীতভাবে দাঁড়াবে' নাযিল হল। তখন আমাদেরকে নীরবতার নির্দেশ দেওয়া হল এবং কথা বলতে নিষেধ করা হল।
كتاب الصلاة
عن زيد بن أرقم رضي الله عنه قال: كنا نتكلم في الصلاة يكلم الرجل صاحبه وهو إلى جنبه في الصلاة حتى نزلت: وقوموا لله قانتين فأمرنا بالسكوت ونهينا عن الكلام