ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৭০৬
নামাযের অধ্যায়
সালাতের মধ্যে আল্লাহর ভয়ে ক্রন্দন
(৭০৬) তাবিয়ি আব্দুল্লাহ ইবন শাদ্দাদ বলেন, আমি শেষ কাতারে দাঁড়িয়ে উমার রা.র ক্রন্দনের শব্দ শুনতে পেলাম, তিনি তখন পড়ছিলেন, আমি আমার অসহনীয় বেদনা ও আমার দুঃখ শুধু আল্লাহর নিকট নিবেদন করছি'।
كتاب الصلاة
عن عبد الله بن شداد قال: سمعت نشيج عمر رضي الله عنه وأنا في آخر الصفوف يقرأ: إنما أشكو بثي وحزني إلى الله. (في صلاة الصبح)
tahqiqতাহকীক:তাহকীক চলমান