ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৭৩৭
নামাযের অধ্যায়
সালাতের মধ্যে কোমরে হাত রেখে দাঁড়ানো
(৭৩৭) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) নিষেধ করেছেন যে, কোনো ব্যক্তি সালাতের মধ্যে কোমরে হাত রেখে দাঁড়াবে।
كتاب الصلاة
عن أبي هريرة رضي الله عنه قال: نهى النبي صلى الله عليه وسلم أن يصلي الرجل مختصرا
হাদীসের ব্যাখ্যা:
মূল গ্রন্থে ‘ইবন উমার' রয়েছে, সম্ভবত ছাপার ভুল বুখারি, মুসলিম ও অন্যান্য সকল গ্রন্থে হাদীসটি আবু হুরাইরা থেকে সঙ্কলিত । (অনুবাদক)