ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৭৩৮
নামাযের অধ্যায়
সালাতের মধ্যে দৃষ্টি বা মুখ ঘোরানো, আশেপাশে তাকানো এবং ঘাড় ঘোরানো
(৭৩৮) আয়িশা রা. বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে সালাতের মধ্যে দৃষ্টি বা মুখ ঘোরানো বা এদিক সেদিকে তাকানো সম্পর্কে জিজ্ঞাসা করলাম । তিনি বললেন, এ হল গোপন চুরি, যা শয়তান বান্দার সালাত থেকে চুরি করে নেয় ।
كتاب الصلاة
عن عائشة رضي الله عنها قالت: سألت رسول الله صلى الله عليه وسلم عن الالتفات في الصلاة فقال هو اختلاس يختلسه الشيطان من صلاة العبد

হাদীসের ব্যাখ্যা:

হাদীস দ্বারা প্রমাণিত হয় যে, নামাযের মধ্যে এদিক-ওদিক তাকানো মাকরূহ। একান্ত যদি দেখতে হয় তো নফল নামাযে দেখতে পারে ফরযে নয়। বরং মুসল্লীর জন্য উচিত হলো তার দৃষ্টি সিজদার স্থানে নিবদ্ধ রাখা। হযরত ইবরাহীম নাখাঈ রহ. থেকে বর্ণিত আছে যে, তিনি পছন্দ করতেন মুসল্লীর দৃষ্টি সিজদার স্থান অতিক্রম না করুক। (ইবনে আবী শাইবা: ৬৫৬৩) হযরত ইবনে ছীরীন রহ. থেকেও বর্ণিত আছে যে, তিনি পছন্দ করতেন মুসল্লী তার দৃষ্টি সিজদার জায়গা বরাবর রাখবে। যদি সে এটা না করে তাহলে তার দু’চোখ বন্ধ করে রাখবে। (ইবনে আবী শাইবা: ৬৫৬৪)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)