ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৭৪১
নামাযের অধ্যায়
সালাতের মধ্যে মাথায় চুলের খোপা করা
(৭৪১) উম্মু সালামা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) নিষেধ করেছেন যে, কোনো পুরুষ মাথার উপরে চুলের খোপা বেঁধে সালাত আদায় করবে।
كتاب الصلاة
عن أم سلمة رضي الله عنها أن النبي صلى الله عليه وسلم نهى أن يصلي الرجل ورأسه معقوص
tahqiqতাহকীক:তাহকীক চলমান