ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৭৫৭
নামাযের অধ্যায়
সালাতের মধ্যে পায়ের গোড়ালির উপরে বা নিতম্বের উপরে বসা
(৭৫৭) আলী রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তুমি দুই সাজদার মাঝে পায়ের গোড়ালিদ্বয় খাড়া করে বা দুইহাঁটু উচু করে বসবে না ।
كتاب الصلاة
عن علي رضي الله عنه مرفوعا : لا تقع بين السجدتين

হাদীসের ব্যাখ্যা:

ইকআ করতে নবী করীম (সাঃ) নিষেধ করেছেন। এ বৈঠকে উভয় পা খাড়া রেখে গোড়ালীর উপর বসা ধীরস্থিরতার পরিপন্থী। তাই তাশাহহুদের বৈঠকের নিয়ম অনুযায়ী বাম পা বিছিয়ে দিয়ে তার উপর নিতম্ব রেখে শান্তভাবে বসা। তাশাহহুদের বৈঠকের মত হাত দুটি দুই রানের উপর রাখা। ধীরস্থিরভাবে বসার জন্য এ বিষয়গুলোর প্রতি খেয়াল রাখা জরুরী। এটা হানাফী মাযহাবের মত। (শামী: ১/৫০৫)
tahqiqতাহকীক:তাহকীক চলমান