ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৭৫৯
নামাযের অধ্যায়
সালাতের মধ্যে পায়ের গোড়ালির উপরে বা নিতম্বের উপরে বসা
(৭৫৯) আয়িশা রা. বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে চারজানু হয়ে বসে সালাত আদায় করতে দেখেছি।
كتاب الصلاة
عن عائشة رضي الله عنها قالت: رأيت النبي صلى الله عليه وسلم يصلي متربعا