ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৭৯২
নামাযের অধ্যায়
ওযু-বিহীন ব্যক্তি, গোসল-বিহীন ব্যক্তি ও ঋতুবতী মহিলার মসজিদে প্রবেশ
(৭৯২) আলী রা. থেকে বর্ণিত, তিনি একদিন পেশাব করেন। এরপর তিনি ওযু করার পূর্বেই মসজিদে প্রবেশ করে মসজিদ অতিক্রম করে চলে যান।
كتاب الصلاة
عن علي رضي الله عنه أنه بال ثم دخل المسجد فاجتاز فيه قبل أن يتوضأ
tahqiqতাহকীক:তাহকীক চলমান