ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৮০৪
নামাযের অধ্যায়
তিনটি মসজিদ ছাড়া সফর করা যাবে না
(৮০৪) আবু সায়ীদ খুদরি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কোনো বাহনের জন্য উচিত নয় যে, কোনো মসজিদে গিয়ে সালাত আদায়ের উদ্দেশ্যে সফরের জন্য তাকে তৈরী করা হবে, তিনটি মসজিদ ছাড়া: মসজিদে হারাম, মসজিদে আকসা ও আমার এই মসজিদ।
كتاب الصلاة
عن أبي سعيد الخدري رضي الله عنه مرفوعا: لا ينبغي للمطي أن تشد رحاله إلى مسجد يبتغى فيه الصلاة غير المسجد الحرام والمسجد الأقصى ومسجدي هذا
tahqiqতাহকীক:তাহকীক চলমান