ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৮১৩
নামাযের অধ্যায়
বিতর আবশ্যকীয় দায়িত্ব
(৮১৩) আবু আইউব আনসারি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, বিতর হক (অর্থাৎ সত্য বা দায়িত্ব); অতএব যার ইচ্ছা হবে সে পাঁচ রাকআত দিয়ে বিতর আদায় করবে, যার ইচ্ছা হবে সে তিন রাকআত দিয়ে বিতর আদায় করবে এবং যার ইচ্ছা হবে সে এক রাকআত দিয়ে বিতর আদায় করবে।
كتاب الصلاة
عن أبي أيوب رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: الوتر حق (واجب) (على كل مسلم) فمن شاء أوتر بخمس ومن شاء أوتر بثلاث ومن شاء أوتر بواحدة
tahqiqতাহকীক:তাহকীক চলমান