ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৮২৯
নামাযের অধ্যায়
বিতরের কুনুত,সারা বছর চলবে, রুকুর পূর্বে, তাকবীর বলে এবং হাত তুলে
(৮২৯) তাবিয়ি ইবরাহীম নাখয়ি (৯৫ হি.) বলেন, সালাতুল বিতরে রুকুর পূর্বে কুনুত পাঠ রমাযান মাসে ও অন্য সকল সময়ে ওয়াজিব । তুমি যখন কুনুত পাঠের ইচ্ছা করবে তখন 'আল্লাহু আকবার' বলবে। এবং যখন রুকু করার ইচ্ছা করবে তখন আল্লাহু আকবার' বলবে।
كتاب الصلاة
عن إبراهيم أن القنوت في الوتر واجب في شهر رمضان وغيره قبل الركوع فإذا أردت أن تقنت فكبر وإذا أردت أن تركع فكبر
tahqiqতাহকীক:তাহকীক চলমান