ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৮৩৭
নামাযের অধ্যায়
সালাতুল ফজরের কুনুত
(৮৩৭) আনাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) একমাস যাবৎ সালাতুল ফজরে রুকুর পরে কুনুত পাঠ করেন । তিনি রি’ল ও যাকওয়ান গোত্রদের উপর বদদুআ করতেন।
كتاب الصلاة
عن أنس بن مالك رضي الله عنه: قنت رسول الله صلى الله عليه وسلم شهرا بعد الركوع في صلاة الصبح يدعو على رعل وذكوان... ثم تركه
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)