ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৮৪৪
নামাযের অধ্যায়
পাঁচ ওয়াক্ত ও জুমুআ সংশ্লিষ্ট নিয়মিত সুন্নত সালাতসমূহ
(৮৪৪) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যুহরের পূর্বের চার রাকআত এবং ফজরের পূর্বের দুই রাকআত পরিত্যাগ করতেন না।
كتاب الصلاة
عن عائشة رضي الله عنها أن النبي صلى الله عليه وسلم كان لا يدع أربعا قبل الظهر وركعتين قبل الغداة
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)