ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৮৬৫
নামাযের অধ্যায়
সালাতুদ দুহা বা চাশতের সুন্নত
(৮৬৫) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) সালাতুদ দুহা চার রাকআত আদায় করতেন। এবং তিনি এর উপর যত ইচ্ছা বাড়াতেন।
كتاب الصلاة
عن عائشة رضي الله عنها: كان رسول الله صلى الله عليه وسلم يصلي صلاة الضحى أربع ركعات ويزيد ما شاء
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)