ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৮৯৮
নামাযের অধ্যায়
সন্দেহ হলে নিশ্চিত বিষয়ের উপর নির্ভর করতে হবে
(৮৯৮) আবু সায়ীদ খুদরি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যখন তোমাদের কেউ তার সালাতের মধ্যে সন্দিহান হয়ে পড়ে এবং তিন রাকআত পড়েছে না চার রাকআত তা বুঝতে না পারে, তাহলে সে যেন সন্দেহ ফেলে দেয় এবং যে বিষয়ে সে নিশ্চিত তার উপর ভিত্তি করে এরপর সে সালামের পূর্বে সাউ বা ভুলের জন্য দুইটি সাজদা করবে । যদি সে পাঁচ রাকআত পড়ে থাকে তাহলে সাহউর সাজদা দুইটি তার সালাতকে জোড়া বানিয়ে দেবে। আর যদি সে চার রাকআত পূর্ণ পড়ে থাকে তাহলে সাজদা দুইটি শয়তানকে অপমানিত করবে।
كتاب الصلاة
عن أبي سعيد الخدري رضي الله عنه مرفوعا: إذا شك أحدكم في صلاته فلم يدر كم صلى ثلاثا أم أربعا؟ فليطرح الشك وليبن على ما استيقن ثم يسجد سجدتين قبل أن يسلم فإن كان صلى خمسا شفعن له صلاته وإن كان صلّى إتماما لأربع كانتا ترغيما للشيطان
হাদীসের ব্যাখ্যা:
গ্রন্থকার রাহ. বলেন, যখন চিন্তা করে সঠিক সংখ্যা জানা সম্ভব হবে না তখন এরূপ করতে হবে। আর এখানে সালামের পূর্বে বলতে সালাত সমাপ্তির শেষ সালাম বোঝানো হয়েছে। আল্লাহই ভালো জানেন।
তিন অথবা চারের মধ্যে সন্দেহ হলে তিন রাকআত পড়েছে বলে ধরবে। কারণ তিন পড়েছে তা নিশ্চিত, চার পড়েছে কিনা সে বিষয়ে সন্দেহ। সন্দেহ ফেলে নিশ্চয়তার উপর ভিত্তি করবে। (অনুবাদক)
তিন অথবা চারের মধ্যে সন্দেহ হলে তিন রাকআত পড়েছে বলে ধরবে। কারণ তিন পড়েছে তা নিশ্চিত, চার পড়েছে কিনা সে বিষয়ে সন্দেহ। সন্দেহ ফেলে নিশ্চয়তার উপর ভিত্তি করবে। (অনুবাদক)