ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৯১২
নামাযের অধ্যায়
সূরা হাজ্জ ও সূরা হামীমের সাজদা
(৯১২) ইবন আব্বাস রা. সূরা হামীমের সাজদার বিষয়ে বলেন, দুইটি আয়াতের শেষে সাজদা করবে।
كتاب الصلاة
عن ابن عباس رضي الله عنهما عن السجدة التي في حم قال: أسجد بآخر الآيتين
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ৯১২ | মুসলিম বাংলা