ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৯১৬
 নামাযের অধ্যায়
মুফাসসাল সূরাগুলোর সাজদা: নাজম, ইনশাক্কাত ও ইকরা
(৯১৬) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট সূরা নাজম লেখা হচ্ছিল। যখন তিনি সাজদার স্থানে পৌঁছে গেলেন তখন সাজদা করলেন। আমরাও তাঁর সাথে সাজদা করলাম। কালির দোয়াত এবং কলমও সাজদা করে।
كتاب الصلاة
عن أبي هريرة رضي الله عنه قال: كتبت عند رسول الله صلى الله عليه وسلّم سورة النجم فلما بلغ السجدة سجد وسجدنا معه وسجدت الدواة والقلم