ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৯২৯
নামাযের অধ্যায়
কীভাবে কসর আদায় করতে হবে এবং কসরের আবশ্যকতা
(৯২৯) উমার ইবনুল খাত্তাব রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) সফরে কসর বা সংক্ষিপ্ত সালাতের বিষয়ে বলেন, আল্লাহ তোমাদেরকে তা দান হিসাবে প্রদান করেছেন। কাজেই তোমরা তাঁর দানকে গ্রহণ করো।
كتاب الصلاة
عن عمر بن الخطاب رضي الله عنه مرفوعا في صلاة القصر: صدقة تصدق الله بها عليكم فاقبلوا صدقته
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)