ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৯৩৫
 নামাযের অধ্যায়
কখন কসর করতে হবে
(৯৩৫) তাবিয়ি আবুল হারব ইবন আবুল আসওয়াদ বলেন, আলী রা. বসরা থেকে বের হন। তিনি সালাতুয যুহর চার রাকআত আদায় করেন। অতঃপর তিনি বলেন, শোনো! আমরা যদি এই কুঁড়েঘরটি পার হতাম তাহলে দুই রাকআত (কসর) করে সালাত আদায় করতাম ।
كتاب الصلاة
عن أبي حرب بن أبي الأسود أن عليا رضي الله عنه خرج من البصرة فصلى الظهر أربعا فقال: أما إنا إذا جاوزنا هذا الخص صلينا ركعتين