ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৯৪১
নামাযের অধ্যায়
মুকীমের পেছনে মুসাফির এবং মুসাফিরের পেছনে মুকীম
(৯৪১) তাবিয়ি নাফি’ বলেন, আব্দুল্লাহ ইবন উমার রা. মিনায় যখন (মুকীম) ইমামের পেছনে সালাত আদায় করতেন তখন চার রাকআত পড়তেন । আর যখন তিনি নিজে নিজে সালাত আদায় করতেন তখন দুই রাকআত পড়তেন ।
كتاب الصلاة
عن نافع أن عبد الله بن عمر رضي الله عنهما كان يصلي وراء الإمام بمنى أربعا فإذا صلى لنفسه صلى ركعتين
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ৯৪১ | মুসলিম বাংলা