ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৯৫২
নামাযের অধ্যায়
জুমুআর দিনে সফর করা
(৯৫২) তাবিয়ি ইবন শিহাব যুহরি (১২৪ হি.) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) জুমুআর দিনে প্রাতকালে (দুপুরের পূর্বে) জুমুআর সালাতের পূর্বে মুসাফিররূপে বেরিয়ে পড়েন।
كتاب الصلاة
عن الزهري قال: خرج رسول الله صلى الله عليه وسلم مسافرا يوم الجمعة ضحى قبل الصلاة