ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৯৬৯
নামাযের অধ্যায়
খুতবার বিস্তারিত বিবরণ ও খুতবার পদ্ধতি
(৯৬৯) উমারা ইবন রুআইবা রা. একজন প্রশাসককে খুতবার সময় মিম্বরের উপরে হাত তুলে দুআ করতে দেখেন। তিনি উক্ত প্রশাসকের জন্য বদদুআ করে বলেন, আমি দেখেছি রাসূলুল্লাহ (ﷺ) (খুতবার মধ্যে দুআ করতে) তাঁর হাতের শাহাদত আঙ্গুলি দিয়ে ইশারা করার চেয়ে বেশী কিছুই করতেন না।
كتاب الصلاة
عن عمارة بن رؤيبة رضي الله عنه (حينما رأى بعض الأمراء على المنبر رافعا يديه فدعا عليها وقال): لقد رأيت رسول الله صلى الله عليه وسلم ما يزيد على أن يقول بيده هكذا وأشار بإصبعه المسبحة
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)