ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৯৮২
নামাযের অধ্যায়
খুতবা চলাকালে কথা বলা বা সালাত আদায় করা
(৯৮২) তাবিয়ি ইবন শিহাব যুহরি বলেন, ইমামের (হুজরা থেকে মিম্বরের উদ্দেশ্যে) বের হওয়া সালাত বন্ধ করে দেয় এবং তার কথা (খুতবা শুরু) কথা বন্ধ করে দেয়।
كتاب الصلاة
عن الزهري قال: خروج الإمام يقطع الصلاة وكلامه يقطع الكلام