ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৯৮৬
নামাযের অধ্যায়
যে ব্যক্তি জুমুআর এক রাকআত পেল সে জুমুআ পেল আর যার দুই রাকআতই ছুটে যাবে সে যুহর আদায় করবে
(৯৮৬) ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি সালাতুল জুমুআর বা অন্য কোনো সালাতের এক রাকআত পাবে, সে যেন তার সাথে আরেক রাকআত সংযুক্ত করে এবং তার সালাত পূর্ণ হয়ে গিয়েছে ।
كتاب الصلاة
عن ابن عمر رضي الله عنهما مرفوعا: من أدرك ركعة من صلاة الجمعة وغيرها فليضف إليها أخرى وقد تمت صلاته