ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ১০১০
নামাযের অধ্যায়
সালাতুল ঈদের পদ্ধতি
(১০১০) উমার রা. থেকে বর্ণিত, তিনি (ঈদের সালাতের) তাকবীরগুলোতে দুইহাত উঠাতেন।
كتاب الصلاة
عن عمر رضي الله عنه أنه كان يرفع يديه في التكبيرات
tahqiqতাহকীক:তাহকীক চলমান