ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ১০২০
নামাযের অধ্যায়
সূর্য বা চন্দ্রগ্রহণ হলে সালাত ও অন্যান্য করণীয়
(১০২০) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, সূর্য ও চন্দ্ৰ আল্লাহর নিদর্শনাবলির দুইটি নিদর্শন। কারো মৃত্যু বা কারো জন্মের কারণে তাতে গ্রহণ লাগে না। তোমরা যখন তা দেখবে তখন আল্লাহর কাছে দুআ করবে, তাকবীর বলবে, সালাত আদায় করবে এবং দান-সাদকা করবে।
كتاب الصلاة
عن عائشة رضي الله عنها مرفوعا: إن الشمس والقمر آيتان من آيات الله لا يخسفان لموت أحد ولا لحياته فإذا رأيتم ذلك فادعوا الله وكبروا وصلوا