ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ১০৮১
নামাযের অধ্যায়
মৃত্যুপথযাত্রীকে কালিমা পড়ানো
(১০৮১) মা'কিল ইবন ইয়াসার রা বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা তোমাদের মৃতদের (মৃত্যুপথযাত্রীদের) উপর সূরা ইয়াসীন পাঠ করবে ।
كتاب الصلاة
عن معقل بن يسار رضي الله عنه مرفوعا: إقرءوا يس على موتاكم