আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৬৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
হাদীস নং: ৫৪৪০
আন্তর্জাতিক নং: ৫৮৫৮
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
৩১০০. এক চপ্পলে দু’ফিতা লাগানো, কারও মতে এক ফিতা লাগানোও বৈধ।
৫৪৪০। মুহাম্মাদ (রাহঃ) ......... ঈসা ইবনে তাহমান (রাহঃ) থেকে বর্ণিত, একবার আনাস ইবনে মালিক (রাযিঃ) এমন দুটি চপ্পল আমাদের কাছে আনলেন, যার দুটি করে ফিতা ছিল। তখন সাবিত বুনানী বললেনঃ এটি নবী (ﷺ) এর চপ্পল মুবারক ছিল।
كتاب اللباس
باب قِبَالاَنِ فِي نَعْلٍ وَمَنْ رَأَى قِبَالاً وَاحِدًا وَاسِعًا
5858 - حَدَّثَنِي مُحَمَّدٌ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا عِيسَى بْنُ طَهْمَانَ، قَالَ: خَرَجَ إِلَيْنَا أَنَسُ بْنُ مَالِكٍ، بِنَعْلَيْنِ لَهُمَا قِبَالاَنِ فَقَالَ ثَابِتٌ البُنَانِيُّ: «هَذِهِ نَعْلُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»