ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ১০৯১
নামাযের অধ্যায়
মৃতকে গোসল করানো ও কাফন পরানোর বিস্তারিত বিবরণ
(১০৯১) ইবরাহীম নাখয়ি বলেন, আয়িশা রা. দেখতে পান যে, এক মৃতব্যক্তির মাথার চুল আঁচড়ানো হচ্ছে। তিনি বলেন, তোমরা কি কারণে তোমাদের মৃতের কপাল লম্বা করছ?
كتاب الصلاة
عن إبراهيم أن عائشة أم المؤمنين رضي الله عنها رأت ميتا يسرح رأسه فقالت: علام تنصون ميتكم؟
tahqiqতাহকীক:তাহকীক চলমান