ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ১১০০
নামাযের অধ্যায়
মৃতকে গোসল করানো ও কাফন পরানোর বিস্তারিত বিবরণ
(১১০০) আলী রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা কাফনের বিষয়ে বেশী দামি কাফন প্রদানের প্রতিযোগিতা করবে না। কারণ অল্প সময়ের মধ্যেই মৃতের নিকট থেকে তার কাফন ছিনিয়ে নেওয়া হবে।
كتاب الصلاة
عن علي رضي الله عنه مرفوعا: لا تغالوا في الكفن فإنه يسلبه سلبا سريعا