ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ১১১২
নামাযের অধ্যায়
সালাতুল জানাযার বিস্তারিত পদ্ধতি
(১১১২) জাবির রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) নাজাশি আসহামার সালাতুল জানাযা আদায় করেন, তখন তিনি চারবার তাকবীর (আল্লাহু আকবার) বলেন।
كتاب الصلاة
عن جابر رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم صلى على أصحمة النجاشي فكبر أربعا