ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ১১১৫
 নামাযের অধ্যায়
সালাতুল জানাযার বিস্তারিত পদ্ধতি
(১১১৫) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এক মৃতদেহের উপর সালাত আদায় করেন। তখন তিনি প্রথম তাকবীরে তাঁর দুইহাত উঠান এবং ডান হাতকে বাম হাতের উপরে রাখেন।
كتاب الصلاة
عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم كبر على جنازة فرفع يديه في أول تكبيرة ووضع اليمنى على اليسرى