আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৬৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা

হাদীস নং: ৫৪৪৬
আন্তর্জাতিক নং: ৫৮৬৫
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
৩১০৩. স্বর্ণখচিত গুটি।
পরিচ্ছেদঃ ৩১০৪. স্বর্ণের আংটি।
৫৪৪৬। মুসাদ্দাদ (রাহঃ) ......... আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) স্বর্ণের একটি আংটি ব্যবহার করেন। আংটির মোহর হাতের তালুর দিকে ফিরিয়ে রাখেন। এতে লোকেরা অনুরূপ (আংটি) ব্যবহার করা আরম্ভ করলো। নবী (ﷺ) স্বর্ণের আংটিটি ফেলে দিয়ে চাঁদি বা রৌপ্যের আংটি বানিয়ে নিলেন।
كتاب اللباس
بَاب الْمُزَرَّرِ بِالذَّهَبِ
باب خَوَاتِيمِ الذَّهَبِ
5865 - حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ: حَدَّثَنِي نَافِعٌ، عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «اتَّخَذَ خَاتَمًا مِنْ ذَهَبٍ، وَجَعَلَ فَصَّهُ [ص:156] مِمَّا يَلِي كَفَّهُ، فَاتَّخَذَهُ النَّاسُ، فَرَمَى بِهِ وَاتَّخَذَ خَاتَمًا مِنْ وَرِقٍ أَوْ فِضَّةٍ»
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)