ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ১১৬৯
নামাযের অধ্যায়
মৃতের ভালো দিকগুলো উল্লেখ করা এবং খারাপ দিক থেকে চুপ থাকা
(১১৬৯) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মৃতের হাড়ভাঙ্গা জীবিতের হাড়ভাঙ্গার মতোই।
كتاب الصلاة
عن عائشة رضي الله عنها مرفوعا: كسر عظم الميت ككسره حيا …. في الإثم
tahqiqতাহকীক:তাহকীক চলমান