ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ১১৮৮
নামাযের অধ্যায়
শাহাদত কামনা করা
(১১৮৮) আবু হুরাইরা রা. বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি, যাঁর হাতে আমার জীবন তাঁর কসম, আমার ইচ্ছা হয় যে, আমি আল্লাহর রাস্তায় নিহত হই, অতঃপর আমাকে জীবিত করা হবে, অতঃপর আমি নিহত হব, অতঃপর আমাকে জীবিত করা হবে, অতঃপর আমি নিহত হব, অতঃপর আমাকে জীবিত করা হবে, অতঃপর আমি নিহত হব।
كتاب الصلاة
عن أبي هريرة رضي الله عنه قال: سمعت النبي صلى الله عليه وسلم يقول والذي نفسي بيده لوددت أني أقتل في سبيل الله ثم أحيا ثم أقتل ثم أحيا ثم أقتل ثم أحيا ثم أقتل