ফিকহুস সুনান ওয়াল আসার

৪. যাকাতের অধ্যায়

হাদীস নং: ১২২৮
যাকাতের অধ্যায়
খনিজদ্রব্য, গুপ্তধন বা মাটির নিচ থেকে উঠানো সম্পদের বিধান
(১২২৮) আবু হুরাইরা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) কে প্রশ্ন করা হয়, হে আল্লাহর রাসূল, রিকায (মাটির অভ্যন্তরের সম্পদ) কী? তিনি বলেন, মহান আল্লাহ যমিন ও আসমানসমূহ সৃষ্টির সময় এসকল খনির অভ্যন্তরে যে সম্পদ সৃষ্টি করে রেখেছেন। এতে একপঞ্চমাংশ প্রদান করতে হবে।
كتاب الزكاة
عن أبي هريرة رضي الله عنه... قيل: يا رسول الله وما الركاز؟ قال: المال الذي خلقه الله تعالى في الأرض يوم خلق السماوات والأرض في هذه المعادن ففيها الخمس
tahqiqতাহকীক:তাহকীক চলমান