ফিকহুস সুনান ওয়াল আসার
৪. যাকাতের অধ্যায়
হাদীস নং: ১২৬১
 যাকাতের অধ্যায়
ভিক্ষার নিন্দা
(১২৬১) ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, একজন মানুষ ভিক্ষা করতে থাকে, অবশেষে কিয়ামতের দিন সে যখন আসবে তার মুখে এক টুকরো মাংসও থাকবে না।
كتاب الزكاة
عن بن عمر رضي الله عنهما قال: قال النبي صلى الله عليه وسلم ما يزال الرجل يسأل الناس حتى يأتي يوم القيامة وليس في وجهه مزعة لحم