ফিকহুস সুনান ওয়াল আসার
৫. রোযার অধ্যায়
হাদীস নং: ১২৮৯
রোযার অধ্যায়
নফল সিয়ামের ক্ষেত্রে ফজরের পরে সিদ্ধান্ত গ্রহণ এবং সিদ্ধান্ত গ্রহণের পরে ভেঙ্গে দিলে কাযা করার বিধান
(১২৮৯) ইবন আব্বাস রা. থেকে বর্ণিত, তিনি বলেছেন, নফল সিয়াম ভেঙ্গে ফেললে অন্য আরেক দিন এর কাযা করবে।
كتاب الصيام
عن ابن عباس رضي الله عنه قال: يقضي يوما مكانه... إذا أصبح أحدكم صائما فبدا له أن يفطر فليصم يوما مكانه